প্রভাসের নতুন সিনেমার নায়িকা পূজা হেডজ

প্রভাসের সাথে রোমান্স করবেন পুজা হেগড়ে এমনটাই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ইতি মধ্যে পুজা চুক্তিবদ্ধ হয়েছে এবং এই বছরের জুনে ছবিটির শুটিং শুরু হবে। নাম না ঠিক হওয়া ছবিটি পরিচালনা করবেন রাধা কৃষ্না আর প্রযোজনা ইউভি ক্রিয়েশন।
উল্লেখ্য, প্রযোজনা ব্যানার হিসেবে তেলুগু তে এখন টপে আছে নতুন এই ব্যানার
Oldest